বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপনে হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ উদযাপন করা হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে একটি বর্নাঢ্য র্যালি বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, সার্কেল অ্যাডজুটেন্ট শুভাশীষ চক্রবর্তী, উপজেলা প্রশিক্ষক তানজিন আহমেদ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য।
জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল জানান “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ও আনসার ও ভিডিপি’র মহাপরিচালক পরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা/থানা/ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা/ক্লাব-সমিতির প্রাঙ্গন/বিভিন্ন রাস্তার দুই ধারে সর্বমোট ২০ হাজার ২০০ টি গাছের চারা রোপণ করা অব্যাহত আছে। এই কর্মসূচির আওতায় জেলা আনসার ও ভিডিপির অধীনে হবিগঞ্জ জেলার সকল উপজেলা, জেলা কার্যালয় এবং আনসার-ভিডিপি ক্লাব-সমিতি মিলেয়ে মোট ২২০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাও রোপণ করা হয়েছে।
পরিবশে রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন পর্যাপ্ত বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতাষ, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে আনসার ও ভিডিপি কাজ করে যাচ্ছে। এসময় তিনি হবিগঞ্জ জেলায় আনসার ও ভিডিপি কর্তৃক যেসব গাছের চারা রোপন করা হয়েছে তার সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সবাইকে আহ্বান জানান।