ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ৪ জন আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ৮৭ বার

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) জামালপুর পুলিশ সার্কেলের এএসপি সুমন কান্তি দাস চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন গোলাম কিবরিয়া সুমন, মো. তোফাজ্জল, আয়নাল হক ও মো. কফিল উদ্দিন।

এর আগে বিকেলে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে আটকের বিষয়ে বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা যাদের চিহ্নিত করছি তাদেরকেই আটক করছি। এখনও কোনো অভিযোগ পাইনি। ঘটনাস্থলে যারা ছিলেন তাদের অভিযোগ পেলে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় পাটহাটি মোড়ে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। হামলায় নাদিম গুরুতর আহত হন। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম নাদিমের ওপর অসন্তুষ্ট ছিল। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে নাদিমকে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ৪ জন আটক

আপডেট টাইম : ০১:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) জামালপুর পুলিশ সার্কেলের এএসপি সুমন কান্তি দাস চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন গোলাম কিবরিয়া সুমন, মো. তোফাজ্জল, আয়নাল হক ও মো. কফিল উদ্দিন।

এর আগে বিকেলে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে আটকের বিষয়ে বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা যাদের চিহ্নিত করছি তাদেরকেই আটক করছি। এখনও কোনো অভিযোগ পাইনি। ঘটনাস্থলে যারা ছিলেন তাদের অভিযোগ পেলে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় পাটহাটি মোড়ে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। হামলায় নাদিম গুরুতর আহত হন। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম নাদিমের ওপর অসন্তুষ্ট ছিল। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে নাদিমকে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।