ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০১৬
  • ৬৪৫ বার

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফল ঘোষণা করেন।

মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন পাস করেছেন। তাদের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছে ১৩ লাখ এক হাজার ৯৯ জন। আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন।

শিক্ষামন্ত্রী জানান, কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে নয় হাজার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বোর্ড অনুমোদিত আসনসংখ্যা ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি।

নুরুল ইসলাম নাহিদ জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আট লাখের বেশি আসন খালি থাকবে। আসন সঙ্কটের কারণে ভর্তি হতে পারবে না, এমন ছাত্রছাত্রী এবার খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে ভর্তির ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মনোনীত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৮ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।

দেশের সরকারি-বেসরকারি কলেজে গত ২৬ মে থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়। এবারও অনলাইন পদ্ধতিতে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।

২৬ মে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, আগামী ১০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

আপডেট টাইম : ১২:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০১৬

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফল ঘোষণা করেন।

মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন পাস করেছেন। তাদের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছে ১৩ লাখ এক হাজার ৯৯ জন। আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন।

শিক্ষামন্ত্রী জানান, কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে নয় হাজার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বোর্ড অনুমোদিত আসনসংখ্যা ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি।

নুরুল ইসলাম নাহিদ জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আট লাখের বেশি আসন খালি থাকবে। আসন সঙ্কটের কারণে ভর্তি হতে পারবে না, এমন ছাত্রছাত্রী এবার খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে ভর্তির ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মনোনীত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৮ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।

দেশের সরকারি-বেসরকারি কলেজে গত ২৬ মে থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়। এবারও অনলাইন পদ্ধতিতে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।

২৬ মে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, আগামী ১০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।