সেনাপ্রধানসহ যে কারো সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তালি কিন্তু দু হাত দিয়েই বাজাতে হয়।
ব্রিটিশ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশংকার কথা হলো এখানে কথা বলার মতো কেউ নেই, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিক।
ইমরান খান বলেন, তার ছেলেরা তাকে নিয়ে চিন্তিত, তার ছেলেরা শুধু তাকে হত্যার ভয় নয়, জেলের বিষয়েও ভয় পাচ্ছে।
তিনি আরও বলেন, আমি একজন রাজনীতিবিদ, সেনাপ্রধান, এস্টাবলিশমেন্টসহ যে কারো সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তালি তো দুই হাতে বাজে। আমার আশংকা হলো- এখানে কথা বলারই কেউ নেই। তার বক্তব্য ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, বিবৃতিগুলো ভীতিকর, আপনি যদি পড়েন, তিনি বলছেন যে যাই ঘটুক না কেন, তিনি আমার দল পিটিআইকে শেষ করে দেবেন, তাহলে আপনি কার সঙ্গে কথা বলবেন? তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই, তারা কেবল পুতুল।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের সর্বদা যে কারো সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে, রাজনীতিবিদরা বন্দুকের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে মতবিরোধ মীমাংসা করেন। আমি শুধু বলেছিলাম যে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যখন আমাকে তুলে নেওয়া হয়েছিল, অপহরণ করা হয়েছিল, পুলিশ নয় সেটি সেনাবাহিনীই করেছিল। আমি শুধু বলেছি যে তাদের ইচ্ছা ছাড়া এটা হতে পারে না, এটাই বাস্তবতা, কিন্তু আমি কোনো অবমাননাকর বক্তব্য দেইনি।
জিয়ো নিউজ উর্দূ থেকে ভাষান্তর- তানজিল আমির