আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম মেলার শুভ উদ্বোধন করেন।

স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণের মাধ্যমে উপজেলা পরিষদ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি ফফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, আনসার ভিডিপি জেলা ডেপুটি ইন্সপেক্টর মুর্শিদা খানম প্রমুখ। মেলায় ১৮টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শণ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করা ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। ০১ মার্চ পর্যন্ত মেলা চলবে। অতিথি বর্গ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিস্তারিত অবহিত হন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর