ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ এপ্রিল থেকে দেশে ম্যানুয়াল ভূমি উন্নয়ন কর দেয়া যাবে না : ভূমিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৬ বার
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ১৪ বছর আগের তুলনায় উন্নয়নের ক্ষেত্রে এখন বাংলাদেশে দিন-রাত পার্থক্য। সত্যিকার অর্থে যুগোপযোগী উন্নয়ন আমাদের সরকারের আমলে হয়েছে।

সন্ধ্যায় নুর আহম্মদ সড়কের অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ এর রজত জয়ন্তী উৎসব ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি এটিএম হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা শাহ আলম নীপু ও সাবেক কর কমিশনার জিয়াউল হক সেলিম।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘প্রাইভেট সেক্টরের কারণে দেশে কর্মসংস্থান বেড়েছে। শিল্প উন্নয়নের কারণে দেশে কর্মসংস্থান হয়েছে। ২০০৯ সাল থেকে তিনটা নির্বাচনের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের জিডিপি এখন সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট। আমাদের রিজার্ভ বেড়েছে। টানেল এখন আর স্বপ্ন নয়। মেট্রোরেল এখন আমরা উপভোগ করছি। এখন বিনোদনের সুযোগ বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।’

অনুষ্ঠানে দুই জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন আ ক ম গিয়াসউদ্দিন, সৈয়দ মেজবাহুল ফারুক টুলু, নুরুল আবছার, জামসেদ আহমদ,  মোহাম্মদ ইসমাঈল, শাহরিয়ার বাবুল, মাহফুজুল ইসলাম, মোহাম্মদ নুরুচ্ছফা, মোহাম্মদ জাহাঙ্গীর, সুলতান মিয়া, স্নেহাশীষ বড়ুয়া, হারিছ আহমদ, আনোয়ারা বেগম, বখতেয়ার মঞ্জু, নাসিমুল গনি টুটুল, বিশ্বপ্রতাপ বড়ুয়া, শেখ মনিরুল হক জোসেফ, বিধান বড়ুয়া, আলী নাসের চৌধুরী, নাসিরুল আলম, এসএম জাকির হোসেন, নিয়াজ আহমদ চৌধুরী, মোস্তফা শামীম আল জোবায়ের, তরুণ কান্তি বিশ্বাস, এএসএম সাইফুল ইসলাম প্রমুখ।

সূত্র : বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

১৪ এপ্রিল থেকে দেশে ম্যানুয়াল ভূমি উন্নয়ন কর দেয়া যাবে না : ভূমিমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ১৪ বছর আগের তুলনায় উন্নয়নের ক্ষেত্রে এখন বাংলাদেশে দিন-রাত পার্থক্য। সত্যিকার অর্থে যুগোপযোগী উন্নয়ন আমাদের সরকারের আমলে হয়েছে।

সন্ধ্যায় নুর আহম্মদ সড়কের অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ এর রজত জয়ন্তী উৎসব ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি এটিএম হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা শাহ আলম নীপু ও সাবেক কর কমিশনার জিয়াউল হক সেলিম।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘প্রাইভেট সেক্টরের কারণে দেশে কর্মসংস্থান বেড়েছে। শিল্প উন্নয়নের কারণে দেশে কর্মসংস্থান হয়েছে। ২০০৯ সাল থেকে তিনটা নির্বাচনের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের জিডিপি এখন সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট। আমাদের রিজার্ভ বেড়েছে। টানেল এখন আর স্বপ্ন নয়। মেট্রোরেল এখন আমরা উপভোগ করছি। এখন বিনোদনের সুযোগ বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।’

অনুষ্ঠানে দুই জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন আ ক ম গিয়াসউদ্দিন, সৈয়দ মেজবাহুল ফারুক টুলু, নুরুল আবছার, জামসেদ আহমদ,  মোহাম্মদ ইসমাঈল, শাহরিয়ার বাবুল, মাহফুজুল ইসলাম, মোহাম্মদ নুরুচ্ছফা, মোহাম্মদ জাহাঙ্গীর, সুলতান মিয়া, স্নেহাশীষ বড়ুয়া, হারিছ আহমদ, আনোয়ারা বেগম, বখতেয়ার মঞ্জু, নাসিমুল গনি টুটুল, বিশ্বপ্রতাপ বড়ুয়া, শেখ মনিরুল হক জোসেফ, বিধান বড়ুয়া, আলী নাসের চৌধুরী, নাসিরুল আলম, এসএম জাকির হোসেন, নিয়াজ আহমদ চৌধুরী, মোস্তফা শামীম আল জোবায়ের, তরুণ কান্তি বিশ্বাস, এএসএম সাইফুল ইসলাম প্রমুখ।

সূত্র : বাসস।