নর্থ সাইপ্রাসের রাষ্ট্রপতি এরসিন তাতার সাথে বাংলাদেশ কমিউনিটি লিডারদের সাক্ষাৎ

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশী প্রবাসী কমিউনিটির লিডারদের সাথে নর্থ সাইপ্রাসের রাষ্ট্রপতি এরসিন তাতার সাথে সাক্ষাৎ ।

বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়।

নর্থ সাইপ্রাসে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এরসিন তাতার তাদেরকে সকল সহযোগিতা করার আশ্বাস করেছেন। যদি বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি আসবেন জানিয়েছেন।

উল্লেখ্য যে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নর্থ সাইপ্রাস প্রবাসী বাংলাদেশিরা সমবেদনা জানিয়েছেন। তারা  বলেন, বাংলাদেশের মানুষ বন্ধুত্ব হিসেবে সবসময় তুরস্কের পাশে আছেন এবং থাকবেন।

সাইপ্রাস রাষ্ট্রপতির মাধ্যমে বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জন্য ২৫০০০ হাজার লিরা অনুদান দেওয়া হয়েছে।

তারা বলেন, আমরা বাংলাদেশী প্রবাসীদের সাক্ষাতের  সুযোগ করে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি, সচিব, প্রেস সচিবকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি লিডার মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া, আরিফ হিমেল, ইমাম হোসাইন, আহাম্মদ মোস্তফা মাসুম ও জাফর সাহেব প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর