অবৈধ ইটভাটা এবং কাঠ পোড়ানো বন্ধে হাই কোর্টের নির্দেশ

৯ বছর আগে জারি করা রুল খারিজ করে বান্দরবানের পাহাড় থেকে অবৈধ ২৭টি ইটভাটা ভাঙতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৪ সালে মালিকপক্ষ হাইকোর্টে রিট করে ইটভাটাগুলো সরিয়ে নিতে দুই বছর সময় পেয়েছিলেন। কিন্তু মালিকপক্ষ সেগুলো এখনও সরায়নি। সম্প্রতি হাইকোর্ট পৃথক মামলায় পার্বত্য এলাকায় সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। কিন্তু বান্দরবানের ওই ২৭ ইটভাটা বন্ধ করতে গেলে মালিকপক্ষ হাইকোর্টের নিষেধাজ্ঞা দেখান। পরে এইচআরপিবি নামে একটি সংগঠনের পক্ষে সংশ্লিষ্ট রিটে পক্ষভুক্ত হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে রুল খারিজের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রায় দেন।

এর ফলে ইটভাটাগুলো উচ্ছেদে আইনগত কোনো বাধা থাকল না বলে জানান এইচআরপিবি’র পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর