হাওর বার্তা ডেস্কঃ গত ১২ সেপ্টেম্বর হঠাৎ ফেসবুক স্টাটাসে মা হতে চলার অনন্দের সংবাদ জানান দেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই নায়িকা। প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। সম্প্রতি মাহি গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।
মাহি বলেন, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব।’
মাহি বলেন, ‘শিগগিরই নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।’
এ দিকে ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ ছবিটি মুক্তি পাবে। তার আগে ছবির প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন মাহি।