শাহরুখ কে চিনতেন না ‘পাঠান’ এর গুপ্তচর অ্যালিস

মার্কিন অভিনেত্রী, মডেল ও প্রযোজক রেইচেল অ্যান মালিন্স সবচেয়ে পরিচিত ‘হ্যাপি এন্ডিংস অ্যান্ড দ্যা লিগ শো’র জন্য। তিনি হলিউডের ছবিগুলোও করেছেন। সেগুলোর মধ্যে সাড়া জাগিয়েছেন ‘নেইবরাস’ এবং ‘দি এনট্যুরেজ’ ছবিতে।

হলিউডের এই অভিনেত্রী বলিউডে যাত্রা শুরু করলেন শাহরুখ খানের পাঠান ছবির মাধ্যমে। তবে তিনি জানিয়েছেন যে, ছবিতে অভিনয়ের আগে জানতেন না যে শাহরুখ আসলে কে? পাঠানে রেইচেল রাশিয়ান একজন স্পাই বা গুপ্তচর অ্যালিস নামে অভিনয় করেছেন।

তিনি জানিয়েছেন এই ছবিতে অভিনয়ের আগে জানতেন না, সিনেমাটির ব্যাপকতা কী? তবে সিনেমাটিতে কাজ শুরু করার পর অনুমান করতে পারলেন ও যখন দেখলেন দীপিকা পাড়ুকোন এই ছবির একটি অংশ তখন বুঝতে পারলেন। বলেছেন, ‘যখন আমাকে বুক করা হলো, তখন পাঠান সম্পর্কে কিছুই জানতাম না। এমনকি নামটি কী জানতাম না, তবে যখন ওয়ার্ডরোব ট্র্যাংকগুলোতে দীপিকা পাড়ুকোনের নামটি লেখা দেখলাম যশরাজ স্টুডিওতে মুম্বাইতে কাজ করার সময়, আমি জানলাম যে, এই ছবিটি খুব বড় হতে যাচ্ছে। তিনি অবিশ্বাস্য মেধাবি অভিনেত্রী।’

শাহরুখ খানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমরা একত্রে কাজ করার আগে জানতাম না তিনি কে? আমাদের সিনেমাটির একজন সহকারী পরিচালক বললেন যে, তিনি একজন বিরাট ব্যক্তিত্ব। আমাদের একটি দিন খুব দারুণভাবে কেটেছে। এছাড়াও আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শাহরুখ ও আমার জন্মদিন একই দিনে।’

তাদের এই কাজের শুরু কীভাবে হলো মনে করতে গিয়ে রেইচেল বলেছেন, ‘আমার অসাধারণ কর্মতৎপর এজেন্ট রাভি আহুজা আমাকে এই সিনেমার অংশ হওয়ার জন্য অডিশনে নিয়ে গিয়েছিল। যখন আমি ফোনটি পেলাম তখন মালদ্বীপে ছিলাম। তখন আমাকে জানানো হলো যে, আমাকে বুক করা হয়েছে এবং আমার উপযোগী কস্টিউমের মাপ দেওয়ার জন্য দ্রুত মুম্বাইতে আসতে হবে।’

তাকে যখন প্রশ্ন করা হলো পাঠান বেরুনোর পর সাড়া কেমন পাচ্ছেন-উত্তরটি এভাবেই দিলেন হলিউড ও বলিউডে কাজ করা ইংরেজ অভিনেত্রী, ‘এই ছবির কারণে আমি খুব বেশি ভালোবাসা পাচ্ছি। ভক্তদের কাছ থেকে যেমন পুরো বিশ্বের কাছ থেকেই।’

নিজের প্রথম ভারতীয় প্রকল্প নিয়ে বলতে গিয়ে রেইচেল জানিয়েছেন, ‘প্রথমবার আমি ভারতে একটি প্রামাণ্যচিত্রের জন্য এসেছিলাম, যেটির আমি প্রযোজক ও পরিচালক ছিলাম। এডিসের শিকার মেয়েদের সাক্ষাৎকারগুলো গ্রহণ করেছি ও তাদের থাকার জায়গা নয়াদিল্লীর বাড়িটিতে গিয়েছি। এই কাজটি আমার নিজেকে ও ক্যারিয়ারকেই বদলে দিয়েছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর