ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনৈতিক দল নিবন্ধনের সময় ২ মাস বাড়ল ৮ জনকে অভিযুক্ত করে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা বিজিবির বাধায় সীমান্তে মাটি কাটা বন্ধ করল বিএসএফ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা বাংলাদেশকে প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে দেখে ইউনেস্কো নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে ও তার দুই সহকারী চর্চিত প্রেমিকের সঙ্গে সামান্থার দ্বিতীয় বিয়ের গুঞ্জন গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে ভর্তি বেইজিংয়ের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী চুক্তি করলে প্রতিক্রিয়া অনিবার্য গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত, লেবাননে ২

নতুন বছরে ওজন কমানোই মূল লক্ষ্য? মেনে চলুন চার টিপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ১৪০ বার

নতুন বছরে অনেকে অনেক পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন। তার মধ্যে একটা নিশ্চয়ই ওজন কমানো। ২০২৩ সালটা যদি নিজেকে ফিট রাখার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এই চারটি টিপস ফলো করুন। দেখবেন গ্যাস বা হজমের সমস্যা অনেকটাই কমে গেছে, ওজনও বাড়ছে না। পাশাপাশি কাজেও পাবেন দারুণ উদ্যম।

১। প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট সময় বানিয়ে নিন। চেষ্টা করুন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিছানা ছাড়তে। সকালের মিঠে রোদ শরীরের জন্য খুব ভালো। বিছানা ছাড়ার পর যোগা বা প্রণায়াম করুন। যারা প্রতিদিনের ব্যস্ততায় শরীরচর্চার সময় পায় না, তারাও প্রতিদিন সকালে অন্তত ১০ মিনিট হাতে রাখুন যোগার জন্য।

২। সকালে খালি পেটে কখনোই চা বা কফি পান করবেন না। বরং সেই সময় গরম পানিতে লেবু, জিরা বা মেথি ভেজানো পানি খেতে পারেন। এগুলো শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। সঙ্গে যে সমস্ত মহিলারা পিরিয়ডসের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী মেথি আর জিরা ভেজানো পানি।

৩। ওজন কমানো মানে কিন্তু না খেয়ে বা কম খেয়ে থাকা নয়। বরং আপনাকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে সীমিত, সেটা কমপ্লেক্স কার্ব হলে সবচেয়ে ভালো। ডায়েটে থাকতে হবে প্রোটিন আর ফাইবার।

মোট ক্যালোরির ৪৫-৬৫ শতাংশ কার্বোহাইড্রেট, ফ্যাট ২৫ থেকে ৩৫ শতাংশ ও প্রোটিন ১০-৩০ শতাংশ। তেল কম ব্যবহার করুন রান্নায়। বেশিক্ষণ না খেয়ে বা খালি পেটে থাকবেন না। চেষ্টা করুন ৩-৪ ঘণ্টা পরপর কিছু খেতে। দিনে ৭-৮ গ্লাস পানি পান করুন। রিফাইন্ড সুগার বা চিনি একেবারে বাদ। তার বদলে গুড় ব্যবহার করুন বা প্রাকৃতিক স্টিভিয়া।

৪। আরেক গুরুত্বপূর্ণ জিনিস হলো রাতের খাওয়া। যা আপনাকে রাত ৮টার মধ্যে করে নিতে হবে। ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খান। রাতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। স্যুপ, স্ট্যু, খিচুরি, গ্রিল চিকেন বা পনির রাখতে পারেন মেনুতে। ভাত-রুটি খাওয়া এড়িয়ে চলুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাজনৈতিক দল নিবন্ধনের সময় ২ মাস বাড়ল

নতুন বছরে ওজন কমানোই মূল লক্ষ্য? মেনে চলুন চার টিপস

আপডেট টাইম : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

নতুন বছরে অনেকে অনেক পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন। তার মধ্যে একটা নিশ্চয়ই ওজন কমানো। ২০২৩ সালটা যদি নিজেকে ফিট রাখার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এই চারটি টিপস ফলো করুন। দেখবেন গ্যাস বা হজমের সমস্যা অনেকটাই কমে গেছে, ওজনও বাড়ছে না। পাশাপাশি কাজেও পাবেন দারুণ উদ্যম।

১। প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট সময় বানিয়ে নিন। চেষ্টা করুন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিছানা ছাড়তে। সকালের মিঠে রোদ শরীরের জন্য খুব ভালো। বিছানা ছাড়ার পর যোগা বা প্রণায়াম করুন। যারা প্রতিদিনের ব্যস্ততায় শরীরচর্চার সময় পায় না, তারাও প্রতিদিন সকালে অন্তত ১০ মিনিট হাতে রাখুন যোগার জন্য।

২। সকালে খালি পেটে কখনোই চা বা কফি পান করবেন না। বরং সেই সময় গরম পানিতে লেবু, জিরা বা মেথি ভেজানো পানি খেতে পারেন। এগুলো শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। সঙ্গে যে সমস্ত মহিলারা পিরিয়ডসের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী মেথি আর জিরা ভেজানো পানি।

৩। ওজন কমানো মানে কিন্তু না খেয়ে বা কম খেয়ে থাকা নয়। বরং আপনাকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে সীমিত, সেটা কমপ্লেক্স কার্ব হলে সবচেয়ে ভালো। ডায়েটে থাকতে হবে প্রোটিন আর ফাইবার।

মোট ক্যালোরির ৪৫-৬৫ শতাংশ কার্বোহাইড্রেট, ফ্যাট ২৫ থেকে ৩৫ শতাংশ ও প্রোটিন ১০-৩০ শতাংশ। তেল কম ব্যবহার করুন রান্নায়। বেশিক্ষণ না খেয়ে বা খালি পেটে থাকবেন না। চেষ্টা করুন ৩-৪ ঘণ্টা পরপর কিছু খেতে। দিনে ৭-৮ গ্লাস পানি পান করুন। রিফাইন্ড সুগার বা চিনি একেবারে বাদ। তার বদলে গুড় ব্যবহার করুন বা প্রাকৃতিক স্টিভিয়া।

৪। আরেক গুরুত্বপূর্ণ জিনিস হলো রাতের খাওয়া। যা আপনাকে রাত ৮টার মধ্যে করে নিতে হবে। ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খান। রাতে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। স্যুপ, স্ট্যু, খিচুরি, গ্রিল চিকেন বা পনির রাখতে পারেন মেনুতে। ভাত-রুটি খাওয়া এড়িয়ে চলুন।