ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে। যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রকল্প টেকসই করতে হবে-যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এ সময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন।

বুধবার জাতীয় সংসদের শপথকক্ষে  অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরীয়ান’স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ -এর ১০তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ‘ইউএনএফপিএ’র এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসপিসিপিডি’ প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, সংসদ সদস্যগণকে ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান।

সভায় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রূহুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, হাবিবে মিল্লাত, ফখরুল ইমাম, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, উম্মে ফাতেমা নাজমা বেগম মূল্যবান মতামত প্রদান করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে : স্পিকার

আপডেট টাইম : ০৬:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে। যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রকল্প টেকসই করতে হবে-যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এ সময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন।

বুধবার জাতীয় সংসদের শপথকক্ষে  অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরীয়ান’স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ -এর ১০তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ‘ইউএনএফপিএ’র এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসপিসিপিডি’ প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, সংসদ সদস্যগণকে ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান।

সভায় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রূহুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, হাবিবে মিল্লাত, ফখরুল ইমাম, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, উম্মে ফাতেমা নাজমা বেগম মূল্যবান মতামত প্রদান করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।