হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরে দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি হিসেবে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে আবার নির্বাচিত করা হয়েছে।
আর এতে সাধারণ সম্পাদক হয়েছেন আলতাফুজ্জামান মিতা।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে অনুষ্ঠিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন।
এসময় তিনি সহ-সভাপতি হিসেবে আজিজুল ইমাম চৌধুরী, তৌহিদুল হক সরকার ও শাহ ইয়াজদান মার্শাল এবং যুগ্ম সম্পাদক পদে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এর আগে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন রমেশ চন্দ্র সেন।
উল্লেখ্য, ১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন হয়। দিনাজপুরে সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় আর ২০১৪ সালের ১৪ অক্টোবর কমিটির অনুমোদন দেওয়া হয়।