ইটনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ইটনা থানার আয়োজনে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন।

এ উপলক্ষে শনিবার সকালে ইটনা থানা থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বাহির করা হয়। র‍্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম চত্বরে শান্তির নিদর্শন পায়রা উড়িয়ে দিবসটির উদ্ধোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি ও সরকারী মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের প্রভাষক জসিম উদ্দিন, মাহাবুবুর রশিদ , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর মানিক, এলংজুড়ি ইউপি চেয়ারম্যান রুবেল ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, কমিউনিটি পুলিশিং সদস্য আলমগীর হোসেন, ফোরকান মিয়া, হাবিব মিয়া, আব্দুল কদ্দুছ প্রমুখ।

সভাপতিত্ব করেন ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসল্ম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটনা থানার ওসি তদন্ত আহসান হাবিব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর