হাওর বার্তা ডেস্কঃ মাছে-ভাতে বাঙালি হলেও মাছের সেদিন আর নেই। সাধারণত এতো বড় বাঘাইড় মাছ বাজারে এখন দেখা যায় না। এ কারণে সিলেটের বন্দরবাজারে যখন ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রেতা নিয়ে আসেন তখন মাছটি একনজর দেখার জন্য অনেকে ভিড় জমান।
মঙ্গলবার (২৫ অক্টোবর) কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় জালে মাছটি ধরা পড়ে। সেখান থেকে মাছটি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসা হয়। মৎস ব্যবসায়ী বেলাল মিয়ার দোকানে মাছটি আজ বুধবার কেটে বিক্রি করার কথা রয়েছে।
লাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু জানান, নদী ছাড়া বাঘাইড় মাছ এখন দেখা যায় না। বাজারে যখন বাঘাইড় মাছ ওঠে, তখন মানুষজন দেখতে ছুটে আসেন। অনেকেই কেজিতে বিক্রি হলে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি মাথায় রেখে কেটে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ক্রেতার চেয়ে দেখার জন্য বেশি মানুষ আসছেন। অনেকেই শখ করে ছবি তুলছেন। এতো বড় মাছ আজকাল দেখা যায় না। এ কারণে মানুষের আগ্রহ বেশি।