কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন দেশের কল্যানে শিল্পীদের সব সময় ঐক্যবোদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা ঐক্যবোদ্ধ থেকে গাড়িতে গাড়িতে গান করে দেশের মানুষকে উজ্জিবিত রেখেছেন।সময় এসেছে এ দেশের মানুষকে আবার ও উজ্জিবিত করার। তাই সকল শিল্পদের ঐক্যবোদ্ধ থেকে দেশের কল্যানে কাজ করতে হবে।
গতকাল রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী হলে “শিল্পী কল্যান সমিতির” সভাপতি মজিবুর রহমানের আয়োজনে আয়োজনে অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু নাসের বেগ, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মৃনাল কান্তি দত্ত, বিজন কান্তি দাস, এ,কে এম মাহবুবুর রহমান, মাসুদুল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চন্দন দেবনাথ ও বিজন সাহা । আলোচনা সভা শেষে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম
দেশের কল্যানে শিল্পীদের সব সময় ঐক্যবোদ্ধ থাকতে হবে- রেজওয়ান আহাম্মদ তৌফিক, এম পি
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬
- ৫৮৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ