ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আপনার মেয়ের নাম আপনিই রাখেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬
  • ২৮৩ বার

ফুটফুটে কন্যা-সন্তানের বাবা হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এখনো সন্তানের নাম রাখেননি তিনি। ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ মাহফিল করে মেয়ের নাম রাখা হবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সবাইকে মিষ্টিমুখ করান তিনি। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

মিষ্টি খাওয়ার সময় রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, মেয়ের নাম কী রেখেছেন?। তখন রেলমন্ত্রী বলেন, নামটা আপনিই রেখে দিন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সন্তানের নাম রাখা মা-বাবার হক। আপনার মেয়ের নাম

আপনিই রাখেন।

এসময় প্রধানমন্ত্রী রেলমন্ত্রীর নবজাতক মেয়ের জন্য দোয়া করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

এসব তথ্য মন্ত্রিসভার বৈঠক সূত্র জানিয়েছে।

গত শনিবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা-সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

ওইদিন রেলমন্ত্রী বলেছিলেন, এখনো মেয়ের নাম রাখা হয়নি। মিলাদ মাহফিল করে মেয়ের নাম রাখা হবে। তখন আপনাদের জানাবো।

কন্যা-সন্তানের বাবা হয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন রেলমন্ত্রী। সন্তানকে কোলে নিয়ে দারুণ খুশি বলেও জানিয়েছিলেন তার পিএস। ৬৯ বছর বয়সে কন্যা-সন্তানের বাবা হওয়া রেলমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

জীবনের সিংহভাগ সময় একাকি কাটিয়ে দেয়া রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন। বছরের অন্যতম আলোচিত বিয়ে ছিল এটি।

বরযাত্রায় ছিলেন ৬ মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরবর্তীতে ঢাকায় সম্পন্ন হয় বিবাহোত্তর সংবর্ধনা।

এদিকে আগামীকাল ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন। এবারের জন্মদিনটা তার জন্য হয়ে উঠতে পারে একেবারেই অন্যরকম। প্রিয় সন্তানকে কোলে নিয়ে হয়তো জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আপনার মেয়ের নাম আপনিই রাখেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬

ফুটফুটে কন্যা-সন্তানের বাবা হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এখনো সন্তানের নাম রাখেননি তিনি। ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ মাহফিল করে মেয়ের নাম রাখা হবে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সবাইকে মিষ্টিমুখ করান তিনি। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

মিষ্টি খাওয়ার সময় রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, মেয়ের নাম কী রেখেছেন?। তখন রেলমন্ত্রী বলেন, নামটা আপনিই রেখে দিন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সন্তানের নাম রাখা মা-বাবার হক। আপনার মেয়ের নাম

আপনিই রাখেন।

এসময় প্রধানমন্ত্রী রেলমন্ত্রীর নবজাতক মেয়ের জন্য দোয়া করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

এসব তথ্য মন্ত্রিসভার বৈঠক সূত্র জানিয়েছে।

গত শনিবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা-সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

ওইদিন রেলমন্ত্রী বলেছিলেন, এখনো মেয়ের নাম রাখা হয়নি। মিলাদ মাহফিল করে মেয়ের নাম রাখা হবে। তখন আপনাদের জানাবো।

কন্যা-সন্তানের বাবা হয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন রেলমন্ত্রী। সন্তানকে কোলে নিয়ে দারুণ খুশি বলেও জানিয়েছিলেন তার পিএস। ৬৯ বছর বয়সে কন্যা-সন্তানের বাবা হওয়া রেলমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

জীবনের সিংহভাগ সময় একাকি কাটিয়ে দেয়া রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন। বছরের অন্যতম আলোচিত বিয়ে ছিল এটি।

বরযাত্রায় ছিলেন ৬ মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরবর্তীতে ঢাকায় সম্পন্ন হয় বিবাহোত্তর সংবর্ধনা।

এদিকে আগামীকাল ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন। এবারের জন্মদিনটা তার জন্য হয়ে উঠতে পারে একেবারেই অন্যরকম। প্রিয় সন্তানকে কোলে নিয়ে হয়তো জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন তিনি।