হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পল্লবীতে হেরোইনসহ মাহবুবা খানম পৃথিবী নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে মিরপুর ১১ নম্বর ‘বি’ ব্লকের ১২ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম (লুজ) হেরোইনসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, পৃথিবী মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গ্রেফতার আসামি পৃথিবী পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ৫০ গ্রাম হোরোইনসহ তাকে আটক করা হয়েছে।