ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেগমগঞ্জে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ১৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মোশারফ হোসেন শান্ত (২২) ও মো. করিম ওরফে করিয়া (৪৫)। শান্ত উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে ও করিম মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে আলাইয়ারপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় আসামি শান্তর কাছ থেকে একটি পাইপগান ও একটি খেলনা পিস্তল এবং করিমের কাছ থেকে একটি পাইপগান জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আসামিরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। অস্ত্রের ভয় দেখিয়ে এরা এলাকায় ডাকাতি, জমিদখল, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। বেগমগঞ্জসহ বিভিন্ন থানায় আসামি শান্তর বিরুদ্ধে তিনটি ও করিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি, পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বেগমগঞ্জে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) বিকেলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মোশারফ হোসেন শান্ত (২২) ও মো. করিম ওরফে করিয়া (৪৫)। শান্ত উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে ও করিম মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে আলাইয়ারপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় আসামি শান্তর কাছ থেকে একটি পাইপগান ও একটি খেলনা পিস্তল এবং করিমের কাছ থেকে একটি পাইপগান জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আসামিরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। অস্ত্রের ভয় দেখিয়ে এরা এলাকায় ডাকাতি, জমিদখল, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। বেগমগঞ্জসহ বিভিন্ন থানায় আসামি শান্তর বিরুদ্ধে তিনটি ও করিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি, পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।