কেন বাইডেনকে অভিনন্দন জানাবেন না পুতিন জানাল ক্রেমলিন

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর প্রতি ওয়াশিংটনের ‘বন্ধুত্বহীন’ পদক্ষেপের কারণে ৪ জুলাই সোমবার মার্কিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাবেন না বলে ক্রেমলিন জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এই বছর অভিনন্দন জানান খুব বেশি যুক্তিসঙ্গত মনে নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের বন্ধুত্বহীন নীতিই এর কারণ।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযানের পর  থেকে মস্কো আর ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। রাশিয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি ইউক্রেনকেও অস্ত্র নিয়ে সহায়তা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর