টাইম প্রকাশ করলো এ বছরের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা

হাওর বার্তা ডেস্কঃ ২০২২ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন টাইম। ইতিমধ্যে রেড কার্পেটে উপস্থিত হয়ে গেছেন বিশ্বসেরা মর্যাদাসম্পন্ন এ ব্যাক্তিত্বরা। তাদের সাথে রেড কার্পেটে যোগ দিয়েছেন গত বছর এ তালিকায় যারা জায়গা পেয়েছিলেন তারাও।

বিশ্ব বিখ্যাত এ ম্যাগাজিনের সেরা ১০০ তে জায়গা পেতে হলে সবার আগে আপনাকেকে হতে হবে ইনফ্লুয়েনসার বা উদ্যোক্তা। এ ধরনের ব্যক্তিত্বদেরই এ মর্যাদা দেয়া হয়। টাইম এ বছর যে ১০০ জনের তালিকা প্রকাশ করেছে তাতে আছে ৫টি ক্যাটাগরি। মর্যাদাপূর্ণ সেই পাঁচটি ক্যাটাগরি হলো- টাইটান্স, পাইয়োনিয়ারস, আইকনস, লিডারস, আর্টিস্টস।

এবারের টাইটান্স বিভাগে জায়গা পেয়েছেন আমেরিকান ব্যবসায়ী ও অ্যাপল ইনকর্পোরেটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ফরাসি আইনজীবী ক্রিস্টিন লাগার্দ, ভারতীয় শিল্পপতি গৌতম আদানী, টেলিভিশন ব্যক্তিত্ব ক্রিস জেনার, অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জেসি, চলচ্চিত্র পরিচালক হোয়াং দং হিউক প্রমুখ।

পরিচালক হোয়াং দং হিউক বলেন, আমি সত্যিই একটি সফল শো করার চেষ্টা করেছি কারণ প্রতিটি নির্মাতার লক্ষ্য তো এটাই থাকে তাই না? কিন্তু কে জানতো যে আমি এভাবে এ ধরনের সাফল্য পেয়ে যাবো! সত্যি এটি আমার কল্পনা এবং প্রত্যাশার বাইরে।

পারোনিয়ারস বিভাগে জায়গা পেয়েছেন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ক্যানডিস পার্কার, আমেরিকান বিজ্ঞানি ফ্রান্সেস হাউগেন, সঙ্গীতজ্ঞ কোয়েস্টলাভ, ফরাসি ব্যবসায়ী স্টেফানে ব্যান্সেল, আমেরিকান অর্থনীতিবিদ এমিলি অস্টার, অলিম্পিক স্বর্ণপদকজয়ী আইলিন গু, আমেরিকান ফটোগ্রাফার নান গোল্ডিন প্রমুখ।

এ বছর আইকনস বিভাগে জায়গা পেয়েছেন মার্কিন গায়িকা ম্যারি জে. ব্লাইজ, রুশ সাংবাদিক দিমিত্রি মুরাটভ, আমেরিকান অভিনেত্রী ইসসা রে, কানাডিয়ান অভিনেতা কিয়ানু রিভস, সঙ্গীতশিল্পী অ্যাডেল, স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, মার্কিন স্থাপত্যবিষয়ক নকশাবিদ মায়া লিন, আমেরিকান গায়ক জন বাতিস্তে, টেনিস খেলোয়াড় পেং শুয়াই প্রমুখ।

লিডারস এর তালিকায় আছেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলি, ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, আমেরিকান উকিল লিন ফিচ, চীনের ভাইস প্রিমিয়ার সুন চুনলান।

আর্টিস্টসদের তালিকায় আছেন অভিনেতা সিমু লিউ, অ্যান্ড্রু গারফিল্ড, অভিনেত্রী জোই ক্রাভিটজ, সারাহ জেসিকা পারকার, অ্যামান্ডা সাইফ্রেড, মিলা কুনিস, লেখিকা কুইন্টা ব্রুনসন, আরিয়ানা ডেবোস, কৌতুকঅভিনেতা পিট ডেভিডসন, অভিনয়শিল্পী শ্যনিং ট্যাটুম, জেরেমি স্ট্রং, ফিগার স্কেটার নাথান চেন, চিত্রশিল্পী ফেইথ রিংগোল্ড, সঙ্গীতশিল্পী জ্যাজমাইন সুলিভান, নাট্যকার মাইকেল আর জ্যাকসন প্রমুখ।

বুধবার (৮ জুন) রেড কার্পেটে উপস্থিত ছিলেন বিশ্বসেরা এ ব্যক্তিত্বরা। এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পরিচালক হোয়াং দং-হিউক।

তারকাদের উপস্থিতি মুগ্ধতা ছড়ায় এদিন। এছাড়াও কারা কারা থাকছেন এবারের ম্যাগাজিন সেরা ১০০ এর তালিকায় তা জানা যাবে খুব শীঘ্রই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর