ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ছবি ‘শান’ মুক্তির আগে প্রমোশানাল অ্যাক্টিভিটি এভাবে ফ্যানমেড টিজার কন্টেস্টের ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি দর্শকদের জন্য ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের আয়োজন করে সিয়াম-পূজার সাথে ডিনার করার সুযোগ দেওয়ার ঘোষণা দিযেছিলো ছবিটি প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।

ঘোষণার পর দর্শকদের বানানো অনেক ট্রেলার জমা পড়ে ফিল্মম্যান ও জাজের অফিসে। সেখান থেকে সেরা ট্রেলার নির্মাতা হিসেসে বিজয়ীদের নাম জাজ ও শানের ফেসবুক পেইজ থেকে ঘোষণা করা হয়।

এবার সেই ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে ডিনার করলেন সিয়াম-পূজাসহ শানের নির্মাতা  এম রাহিম,গল্পকার আজাদ খানসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

এ সময় আজাদ খান বলেন, আগামীতে ফিল্মম্যানের পক্ষ থেকে আরও ভালো ভালো গল্পের ছবি বানানো হবে।   এ বছরই নতুন আরও একটি ছবির ঘোষণা দিতে পারে আমাদের প্রযোজনা সংস্থা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে এই ডিনার আয়োজন সম্পন্ন হয়। একই সঙ্গে  ব্লকবাস্টার সিনেমাসে সিয়াম-পূজার  সঙ্গে শান মুভিটি উপভোগ করেন তারা।

এ সময় সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না ঈদের সবগুলো সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবে। শানের ট্রেলার বানিয়ে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

পূজা বলেন, ‘পোড়ামন টু ও দহনের পর অনেক দিন পর হলে দর্শকদের এমন দর্শক দেখলাম। সিয়াম-পুজা জুটিতে তারা বিশ্বাস রেখেছে এই জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আগামীতে এই ফিল্মম্যান থেকে আরও ভালো ছবির ঘোষণা আসবে। ‘

শানের নির্মাতা আগামীতে শান’ এর চেয়ে আরও ভালো ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি প্রথম ছবিটি দর্শকদের ভালো কিছু দিতে চেষ্টা করেছি। নিজে কোনো কিছুতেই ছাড় দেইনি। আগামীতে আরও ভালো কিছু উপহার দেবো দর্শকদের।

আয়োজন শেষে জানানো হয় আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশে সাড়া জাগানো ছবি ‘শান’। বিষয়টি নিশ্চিত  করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

এ দিন ‘শান’ উত্তর আমেরিকা পরিবেশনা  নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

চুক্তি স্বাক্ষর শেষে সৈকত সালাহউদ্দিন জানান, প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি শান। তবে আমাদের লক্ষ্য একশ’টি। পরের সপ্তাহে একশ’পূর্ণ হবে বলে আনমাদের বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’

আপডেট টাইম : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ছবি ‘শান’ মুক্তির আগে প্রমোশানাল অ্যাক্টিভিটি এভাবে ফ্যানমেড টিজার কন্টেস্টের ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি দর্শকদের জন্য ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের আয়োজন করে সিয়াম-পূজার সাথে ডিনার করার সুযোগ দেওয়ার ঘোষণা দিযেছিলো ছবিটি প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।

ঘোষণার পর দর্শকদের বানানো অনেক ট্রেলার জমা পড়ে ফিল্মম্যান ও জাজের অফিসে। সেখান থেকে সেরা ট্রেলার নির্মাতা হিসেসে বিজয়ীদের নাম জাজ ও শানের ফেসবুক পেইজ থেকে ঘোষণা করা হয়।

এবার সেই ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে ডিনার করলেন সিয়াম-পূজাসহ শানের নির্মাতা  এম রাহিম,গল্পকার আজাদ খানসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

এ সময় আজাদ খান বলেন, আগামীতে ফিল্মম্যানের পক্ষ থেকে আরও ভালো ভালো গল্পের ছবি বানানো হবে।   এ বছরই নতুন আরও একটি ছবির ঘোষণা দিতে পারে আমাদের প্রযোজনা সংস্থা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে এই ডিনার আয়োজন সম্পন্ন হয়। একই সঙ্গে  ব্লকবাস্টার সিনেমাসে সিয়াম-পূজার  সঙ্গে শান মুভিটি উপভোগ করেন তারা।

এ সময় সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না ঈদের সবগুলো সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবে। শানের ট্রেলার বানিয়ে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

পূজা বলেন, ‘পোড়ামন টু ও দহনের পর অনেক দিন পর হলে দর্শকদের এমন দর্শক দেখলাম। সিয়াম-পুজা জুটিতে তারা বিশ্বাস রেখেছে এই জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আগামীতে এই ফিল্মম্যান থেকে আরও ভালো ছবির ঘোষণা আসবে। ‘

শানের নির্মাতা আগামীতে শান’ এর চেয়ে আরও ভালো ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি প্রথম ছবিটি দর্শকদের ভালো কিছু দিতে চেষ্টা করেছি। নিজে কোনো কিছুতেই ছাড় দেইনি। আগামীতে আরও ভালো কিছু উপহার দেবো দর্শকদের।

আয়োজন শেষে জানানো হয় আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশে সাড়া জাগানো ছবি ‘শান’। বিষয়টি নিশ্চিত  করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

এ দিন ‘শান’ উত্তর আমেরিকা পরিবেশনা  নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

চুক্তি স্বাক্ষর শেষে সৈকত সালাহউদ্দিন জানান, প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি শান। তবে আমাদের লক্ষ্য একশ’টি। পরের সপ্তাহে একশ’পূর্ণ হবে বলে আনমাদের বিশ্বাস।