বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা থেকে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মো. শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরীকে আটক করেছে র্যাব।সে আনসার উল নামে জঙ্গি সংগঠনের সদস্য। নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করার পর আজ শনিবার কোর্টে প্রেরণ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, র্যাব ৩ এর অভিযানে আটক সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে শারমিনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।
সে দীর্ঘদিন ধরে টেলিগ্রাফ ইনষ্টল করে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ডের নানা বার্তা আদান প্রদান করছিলো। প্রধানমন্ত্রীসহ দেশবিরোধী আলোচনার বার্তা সংগ্রহ করে র্যাব শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করেছে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোনটি ও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, মেয়েটি আড়াল নামে ফেইসবুক আইডির মাধ্যমে ভিডিওসহ নানা বার্তা আদান প্রদান করতো। তার ১৩৬০ জন ফেইসবুক বন্ধু পাওয়া গেছে। তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।