ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় সিলেট নগরে বিয়ে, রিকশায় বরের বাড়ি যাচ্ছেন কনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • ১৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দিয়েছে। সুরমা নদী উপচে সিলেট নগরেও ঢুকছে পানি। নগরের ৬০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অভিজাত এলাকা শাহজালাল উপশহর, গুরুত্বপূর্ণ তালতলা ভিআইপিসড়কসহ বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু সমান পানি। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি উঠছে। এ অবস্থায় নগরের প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি।

তবে বন্যার ভয়াবহ এমন পরিস্থিতিতেও সিলেটে হয়ে গেলো একটি বিয়ে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সিলেটের শাহজালাল উপশহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। হাঁটু সমান থাকায় রিকশাযোগে কনে আনতে যান বর। তবে বিয়ের স্থান ও বর-কনের নাম জানা যায়নি। কিন্তু তিন চাকার যান রিকশায় বন্যার পানি মাড়িয়ে কনেকে নিয়ে যাওয়ার দৃশ্য এড়ায়নি নগরবাসীর।

কনেকে রিকশায় বাড়ি নিয়ে যাওয়ার এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা নামতেই কয়েকটি রিকশায় বর-কনেসহ যাত্রীরা যাচ্ছেন। এতে কয়েকজন নারী বরযাত্রীকেও হাঁটু সমান পানিতে হেঁটে যেতে দেখা গেছে। এর মধ্যে একজনকে পানিতে নেমে কনের রিকশা পেছনে ধাক্কা দিয়ে এগিয়ে দিতে দেখা গেছ।

বন্যার মধ্যে হাঁটু সমান পানি মাড়িয়ে রিকশায় কনেকে নিয়ে বরযাত্রার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন সুলাতানা হিমু নামের একজন। সিলেটি আঞ্চলিক ভাষায় লিখেন ‘পানিয়ে নিলে গিও বিয়া (বিয়ে) চলবো রিকশায়, বিয়া ফিছানি (পেছানো) নাই, অইতো অইজিতো- উপশহর, সিলেট।’

একই কথা লিখে নিজ ফেসবুকে ওই ভিডিওটি শেয়ার করেন মো. হোসাইন আহমদ রাফি নামের এক যুবক। প্রত্যেকের পোস্টে হাসির ইমুজি ব্যবহার করতে দেখা গেছে।

মকসুদুর রহমান চৌধুরী নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। তিনি বলেন, বন্যার মধ্যেও বিয়ে হচ্ছে রিকশায়। এমন দৃশ্য দেখে আমি ভিডিওটি আপ করেছি। এটি আরও অনেকেও শেয়ার করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বন্যায় সিলেট নগরে বিয়ে, রিকশায় বরের বাড়ি যাচ্ছেন কনে

আপডেট টাইম : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২

হাওর বার্তা ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দিয়েছে। সুরমা নদী উপচে সিলেট নগরেও ঢুকছে পানি। নগরের ৬০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অভিজাত এলাকা শাহজালাল উপশহর, গুরুত্বপূর্ণ তালতলা ভিআইপিসড়কসহ বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু সমান পানি। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি উঠছে। এ অবস্থায় নগরের প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি।

তবে বন্যার ভয়াবহ এমন পরিস্থিতিতেও সিলেটে হয়ে গেলো একটি বিয়ে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সিলেটের শাহজালাল উপশহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। হাঁটু সমান থাকায় রিকশাযোগে কনে আনতে যান বর। তবে বিয়ের স্থান ও বর-কনের নাম জানা যায়নি। কিন্তু তিন চাকার যান রিকশায় বন্যার পানি মাড়িয়ে কনেকে নিয়ে যাওয়ার দৃশ্য এড়ায়নি নগরবাসীর।

কনেকে রিকশায় বাড়ি নিয়ে যাওয়ার এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা নামতেই কয়েকটি রিকশায় বর-কনেসহ যাত্রীরা যাচ্ছেন। এতে কয়েকজন নারী বরযাত্রীকেও হাঁটু সমান পানিতে হেঁটে যেতে দেখা গেছে। এর মধ্যে একজনকে পানিতে নেমে কনের রিকশা পেছনে ধাক্কা দিয়ে এগিয়ে দিতে দেখা গেছ।

বন্যার মধ্যে হাঁটু সমান পানি মাড়িয়ে রিকশায় কনেকে নিয়ে বরযাত্রার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন সুলাতানা হিমু নামের একজন। সিলেটি আঞ্চলিক ভাষায় লিখেন ‘পানিয়ে নিলে গিও বিয়া (বিয়ে) চলবো রিকশায়, বিয়া ফিছানি (পেছানো) নাই, অইতো অইজিতো- উপশহর, সিলেট।’

একই কথা লিখে নিজ ফেসবুকে ওই ভিডিওটি শেয়ার করেন মো. হোসাইন আহমদ রাফি নামের এক যুবক। প্রত্যেকের পোস্টে হাসির ইমুজি ব্যবহার করতে দেখা গেছে।

মকসুদুর রহমান চৌধুরী নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। তিনি বলেন, বন্যার মধ্যেও বিয়ে হচ্ছে রিকশায়। এমন দৃশ্য দেখে আমি ভিডিওটি আপ করেছি। এটি আরও অনেকেও শেয়ার করছেন।