ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজ হজযাত্রী নিবন্ধন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ১৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৪৪৩ হিজরী হজের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। তিনদিনের এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী বুধবার পর্যন্ত। হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার কথা। তবে অনেক হজযাত্রী হজের পুরো টাকা এক সাথে পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবে কী না তা’ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সর্বশেষ গতকাল রোববার তৃতীয় ধাপে ৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এনিয়ে ৭৮০ হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি লাভ করলো।

করোনাভাইরাস মহামারির কারণে সউদী সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি। এবার সরকারিভাবে হজে যেতে ২টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। হজ এজেন্সি অনুমোদনের আদেশে বলা হয়েছে,প্রত্যেক হজযাত্রীর সঙ্গে হজ অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর লিখিত চুক্তি করতে হবে। প্রত্যেক এজেন্সি চলতি বছর সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রী হজে পাঠাতে পারবে। লীড এজেন্সিগুলোর মাধ্যমে আজ হজযাত্রী ট্রান্সফার কার্যক্রম শেষ হচ্ছে। যেসব হজ এজেন্সি গতকাল অনুমোদন পেয়েছে তারা এক দিনের মধ্যে হজযাত্রী ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করতে পারবে কী না তা’নিয়ে নানা প্রশ্ন উঠছে।

যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এ পর্যন্ত হালনাগাদ কাগজপত্রাদি মন্ত্রণালয়ে দাখিল করেনি, বিভিন্ন অভিযোগে শাস্তি বা জরিমানা পাওয়া, সউদী আরবে কালো তালিকাভুক্ত এবং অভিযোগ তদন্তাধীন এ ধরনের এজেন্সিসমূহের নাম প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সির তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট হজ এজেন্সির নাম তালিকা থেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজ হজযাত্রী নিবন্ধন শুরু

আপডেট টাইম : ০৯:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ১৪৪৩ হিজরী হজের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। তিনদিনের এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী বুধবার পর্যন্ত। হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার কথা। তবে অনেক হজযাত্রী হজের পুরো টাকা এক সাথে পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবে কী না তা’ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সর্বশেষ গতকাল রোববার তৃতীয় ধাপে ৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এনিয়ে ৭৮০ হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি লাভ করলো।

করোনাভাইরাস মহামারির কারণে সউদী সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি। এবার সরকারিভাবে হজে যেতে ২টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। হজ এজেন্সি অনুমোদনের আদেশে বলা হয়েছে,প্রত্যেক হজযাত্রীর সঙ্গে হজ অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর লিখিত চুক্তি করতে হবে। প্রত্যেক এজেন্সি চলতি বছর সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রী হজে পাঠাতে পারবে। লীড এজেন্সিগুলোর মাধ্যমে আজ হজযাত্রী ট্রান্সফার কার্যক্রম শেষ হচ্ছে। যেসব হজ এজেন্সি গতকাল অনুমোদন পেয়েছে তারা এক দিনের মধ্যে হজযাত্রী ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করতে পারবে কী না তা’নিয়ে নানা প্রশ্ন উঠছে।

যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এ পর্যন্ত হালনাগাদ কাগজপত্রাদি মন্ত্রণালয়ে দাখিল করেনি, বিভিন্ন অভিযোগে শাস্তি বা জরিমানা পাওয়া, সউদী আরবে কালো তালিকাভুক্ত এবং অভিযোগ তদন্তাধীন এ ধরনের এজেন্সিসমূহের নাম প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সির তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট হজ এজেন্সির নাম তালিকা থেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।