রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহীর সাক্ষাৎ

বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক এম. মোশাররাফ হোসাইন ভূইয়া সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বিশ্ব ব্যাংকের নির্বাহী ভূইয়া বিশ্ব ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, দেশের আথর্-সামাজিক উন্নয়ন এবং অগ্রগতির জন্য ওয়াশিংটন ভিত্তিক এই উন্নয়ন অংশীদারের কাছ থেকে বাংলাদেশ প্রশংসা অর্জন করেছে। তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংক দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে।

রাষ্ট্রপতি বিশ্ব ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর