,

1652067424.hsc_exam20200607174810

এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, কমলো নম্বর

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ও নম্বর কমেছে। পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হবে এবং নম্বর হবে বিষয় ভেদে ৪৫-৫৫ নম্বরের মধ্যে।

সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টায় নেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের সই করা নম্বর বিভাজন ও সময় নির্দেশিকায় এতথ্য জানানো হয়েছে।

এতে দেখা যায়, রচনামূলক বা সিকিউ অংশের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের পরীক্ষা হবে ২০ মিনিট।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ অাগস্ট থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেওয়ায় পরীক্ষার সময়ও কমানো হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর