,

1651655823.khan's-bg

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে দেখা দিলেন দুই খান

হাওর বার্তা ডেস্কঃ ঈদ উপলক্ষে ভক্তদের সামনে ধরা দিলেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। নিজ নিজ বাসার বারান্দা থেকে অসংখ্য ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

ঈদের দিন সকাল থেকে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে ভিড় জমাতে থাকে ভক্তরা। একই চিত্র ছিল শাহরুখের মান্নাতের বাইরেও। দুই খানকে এক নজর দেখার জন্য উদগ্রীব ছিলেন ভক্তরা।

ভক্তদের নিরাশ করেননি তারা। নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালমান ও শাহরুখ। ছবি তুলে তা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমেও।

সাধারণত ঈদে সালমানের নতুন সিনেমা মুক্তি পায়। কিন্তু এবারের ঈদে ঘটল ব্যতিক্রম। পর্দায় উপস্থিত না হওয়ায় তাকে সরাসরি দেখতে ভক্তরা ভিড় করে বাড়ির সামনে। দাবি তোলেন, ‘একবার বাইরে এসো’। ভক্তদের আর্তি ফেরাতে পারেননি ‘ভাইজান’, বিকেল বেলা দেখা দেন তিনি। গ্যালাক্সির ব্যালকনি থেকে ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়ালেন সালমান।

এদিকে, প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান শাহরুখের অনুরাগীরা। তাকে একঝলক দেখতেই সকল থেকে অপেক্ষায় থাকেন ফ্যানেরা। কখন নিরাস করেন না শাহরুখ। তাই এবারও ধরা দিলেন তিনি।

দুই তারকার বাসার সামনে হাজার হাজার মানুষ ভিড় করে। আর সেই ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে পুলিশকে। করতে হয়েছে লাঠিচার্জ! সবকিছু ঝাঁপিয়ে প্রিয় তারকাকে দেখতে পেরে ভক্তদের ঈদের আনন্দ যেন কয়েকগুণ বেড়ে গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর