ঈদে নতুন জামা পেলো ২৯৪ ছিন্নমূল শিশু

হাওর বার্তা ডেস্কঃ কারও বসবাস রেল স্টেশনে, আবার কেউ কেউ বেড়ে উঠেছে ঝুপড়ি ঘরে। অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপনে অভ্যস্ত এসব শিশুদের ঈদের আনন্দে আন্দোলিত হওয়া তো দূরের কথা, তিনবেলা পেটভরে খাবারই জোটে না। তাই ঈদের আনন্দ তাদের কাছে ম্লান।

এসব ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে গাজীপুর সদর উপজেলার ‘প্রাক্তন কচি-কাঁচা ফোরাম’।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে কচি-কাঁচা একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ২৯৪ জন ছিন্নমূল অসহায় শিশুদের নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।

ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশু সালমা আক্তার জানায়, তার বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে তিনবেলা ঠিকমতো ভাতও খেতে পারেন না তারা। ঈদে নতুন পোশাক পেয়ে সে খুবই আনন্দিত।

আরেকজন শিশু পারভিন আক্তার বলে, ‘ঈদের নতুন জামা পেয়ে আজ আমার ঈদ ঈদ মনে হচ্ছে।’

সংগঠনের দপ্তর সম্পাদক আকরামুজ্জামান চঞ্চল বলেন, এসব শিশুরা অবহেলা আর বঞ্চনার শিকার। আমাদের এ উদ্যোগ তাদের মাঝে ঈদের আনন্দ বয়ে আনবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর