হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মো. কামাল (৫৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মজলিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. কামাল মজলিশপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. কামাল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নিকলী উপজেলার মজলিশপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. কামালকে আটক করা হয়।
এ ব্যাপারে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।