হাওর বার্তা ডেস্কঃ ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি রফতানিকারক দেশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি ১৯ দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়ে ৫ লাখ ৪১ হাজার টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস।
প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি আয় ৫০ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। এছাড়াও এ সময় চাল রফতানি বাড়তে পারে ২৪ শতাংশ। এতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়াবে ১২০ কোটি ডলার।
চলতি মাসেই দেশটির প্রাক্কলিত কফি রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টনে। রফতানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪০ লাখ ডলার।
অন্যদিকে বছরের প্রথম প্রান্তিক শেষে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ দাঁড়াবে ১৪ লাখ ৭৫ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।
খাদ্যশস্যটি রফতানি থেকে আয় আসবে ৭১ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি মাসেই দেশটির চাল রফতানি ৫ লাখ টনে পৌঁছতে পারে। রফতানি থেকে আয় আসবে ২৪ কোটি ৬০ লাখ ডলার।