দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিশু ধর্ষন মামলার এজাহার ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ১৩ মার্চ রোববার ঢাকা রামপুরা থানা দিন বনশ্রী এলাকায় তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মোঃ নোমান মিয়া ঈশ্বরগঞ্জে উপজেলার কাকনহাটি গ্রামের মোঃ নুরুজ্জামান এর ছেলে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত ১২ ই মার্চ ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানতে পারে র্যাব। ধর্ষণের সংবাদ পাওয়ার পর পরই র্যাব ১৪ এর একটি চৌকস দল ঘটনা পরিদর্শন করে এবং ছায়াছন্দ শুরু করে । পরবর্তীতে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি নোমান মিয়ার সুনিদৃষ্ট অবস্থান নির্ণয় এর ভিত্তিতে ১৩ মার্চ সকালে ঢাকা রামপুরা থানার বনশ্রী এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, ৬ মার্চ বিকালে পলাতক আসামি আব্দুল্লাহ সহায়তায় ধর্ষক নোমান মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগন্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ০৮, তারিখ – ১০/০৩/২০২২ খ্রিঃ ধারা নারী শিশু নির্যাতন অপরাধ দমন আইন ২০০০ ( সংশোধনী/০৩) এর ৯(১)/৩০। গতকাল গ্রেফতারকৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় পাঠিয়েছে র্যাব।
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার
- Reporter Name
- আপডেট টাইম : ০১:১৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- ১৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ