ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ২ পক্ষের সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চতিলা মন্দিরের সংলগ্ন পৌর ছাত্রদলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পূর্বশত্রুতার জেরে তার ওপরও হামলা করে বায়েজিদের পক্ষের লোকজন।

পাভেলকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে আশপাশের লোকজন গুরতর অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপির ২ পক্ষের সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা নিহত

আপডেট টাইম : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের সাবেক নেতা পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চতিলা মন্দিরের সংলগ্ন পৌর ছাত্রদলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পূর্বশত্রুতার জেরে তার ওপরও হামলা করে বায়েজিদের পক্ষের লোকজন।

পাভেলকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে আশপাশের লোকজন গুরতর অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পাভেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।