হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বিআরটিসি ফলমন্ডিতে সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফলমন্ডির বসুধা বিল্ডার্স বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফলমন্ডির শ্রমিক জাহেদ, সিফাত, সুজন, ফারুক ও বাবু। হামলার এক পর্যায়ে হেলাল উদ্দিন (৩২) নামের এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ফলমন্ডির শ্রমিক ও ব্যবসায়ীরা।
এসময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত শ্রমিক জাহেদ বাদী হয়ে শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন। দেশের বিভিন্ন স্থান থেকে ফল নিয়ে আসা ট্রাক থেকে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ফলমন্ডির ব্যবসায়ীদের।
বিআরটিসি ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ফলমন্ডির ৫ জন শ্রমিক-কর্মচারীকে আহত করেছে। এর মধ্যে সন্ত্রাসীরা ব্লেড দিয়ে দুইজন শ্রমিককে রক্তাক্ত করেছে। একজনের ঘাড়ে ব্লেড দিয়ে কেটে দিয়েছে।
এ ব্যবসায়ী নেতা বলেন, সীমান্তসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফলের ট্রাকগুলো রাতের বেলা ফলমন্ডিতে আসে। স্থানীয় ও আশপাশের কিছু সন্ত্রাসী দীর্ঘদিন থেকে ফলমন্ডিতে আসা ফলবাহী এসব ট্রাকে নির্ধারিত হার বসিয়ে চাঁদা আদায় করতে উঠেপড়ে লাগে। কিন্তু ব্যবসায়ী ও শ্রমিকদের বাধার কারণে সন্ত্রাসীরা চাঁদা আদায় করতে ব্যর্থ হচ্ছিল। শুক্রবার রাতেও ট্রাক থেকে চাঁদা আদায় করতে ব্যর্থ হয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফলমন্ডি এলাকা হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।