জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিক করার কাজ শুরু হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে সার্বিক পরিস্থিতি দেখতে কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎকরে জাতীয় চিড়িয়খানা পরিদর্শনকালে একথা বলেন তিনি।

চিড়িয়াখানা পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে কাজ শুরু হয়েছে। শিগগির আধুনিক চিড়িয়াখানার পরিকল্পনা তৈরি করা হবে।

’ এছাড়া নতুন করে রংপুর ও ঢাকা চিড়িয়াখানায় অস্থায়ীভাবে জনবল বাড়ানো হবে বলেও জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন চিড়িয়াখানায় প্রাণী মারা যাওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলো মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনা অনুসন্ধানে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিড়িয়াখানায় দায়িত্বরতদের অবহেলা বা অমনোযোগীতার কারণে প্রাণীগুলো মারা গেছে কি না সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও কোনো অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর