ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নববর্ষ উদযাপনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৩১৫ বার

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এখন পুরোপুরি প্রস্তুত। এ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বর্ণাঢ্য ও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
উল্লেখ্য, পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠবে কোটি বাঙালির হৃদয়।

ড. সহিদ আকতার হুসাইন বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপনের প্রস্তুতি এবং নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি এ উপলক্ষে ঢাবিতে গৃহীত বর্ণাঢ্য কর্মসূচি সম্পর্কে বলেন, নববর্ষবরণে চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।

এ বছর ‘মা ও শিশু’কে চেতনায় ধারণ করে ‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে’ এই প্রতিপাদ্যকে সামনের রেখে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চারুকলা ইনস্টিটিউটে দিনব্যাপী চলবে পুতুল নাচ ও নাগরদোলা। বৈশাখ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল বাংলা বিভাগ ও বাংলা অ্যালামনাইয়ের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান।
সংগীত বিভাগ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় বটতলায় আয়োজন করবে সংগীতানুষ্ঠানের। থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে নাট-মণ্ডল প্রাঙ্গণে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পট-গান ও দেশের গান।

মল চত্বর এলাকায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আরও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মুহসীন হল মাঠে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে খাবারের আয়োজন।

তিনি জানান, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্তসংখ্যক পুলিশ, চার শতাধিক বিএনসিসি ও রোভার মোতায়েন থাকবে। জরুরি ঘোষণার জন্য মাইকিং-এর ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসের আবাসিক এলাকায় স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোন গাড়ি রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে না। রাজু ভাস্কর্যের পাশে পার্কের বন্ধ গেট ও ছবির হাটের গেট বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যলয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কমিটির সদস্য-সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নববর্ষ উদযাপনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট টাইম : ১০:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এখন পুরোপুরি প্রস্তুত। এ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বর্ণাঢ্য ও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
উল্লেখ্য, পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠবে কোটি বাঙালির হৃদয়।

ড. সহিদ আকতার হুসাইন বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপনের প্রস্তুতি এবং নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি এ উপলক্ষে ঢাবিতে গৃহীত বর্ণাঢ্য কর্মসূচি সম্পর্কে বলেন, নববর্ষবরণে চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।

এ বছর ‘মা ও শিশু’কে চেতনায় ধারণ করে ‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে’ এই প্রতিপাদ্যকে সামনের রেখে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চারুকলা ইনস্টিটিউটে দিনব্যাপী চলবে পুতুল নাচ ও নাগরদোলা। বৈশাখ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল বাংলা বিভাগ ও বাংলা অ্যালামনাইয়ের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান।
সংগীত বিভাগ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় বটতলায় আয়োজন করবে সংগীতানুষ্ঠানের। থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে নাট-মণ্ডল প্রাঙ্গণে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পট-গান ও দেশের গান।

মল চত্বর এলাকায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আরও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মুহসীন হল মাঠে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে খাবারের আয়োজন।

তিনি জানান, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্তসংখ্যক পুলিশ, চার শতাধিক বিএনসিসি ও রোভার মোতায়েন থাকবে। জরুরি ঘোষণার জন্য মাইকিং-এর ব্যবস্থা থাকবে। ক্যাম্পাসের আবাসিক এলাকায় স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোন গাড়ি রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে না। রাজু ভাস্কর্যের পাশে পার্কের বন্ধ গেট ও ছবির হাটের গেট বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যলয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কমিটির সদস্য-সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।