দেশের সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন : নূর

হাওর বার্তা ডেস্কঃ দেশ চরম সঙ্কটে পড়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, এই সঙ্কট থেকে উত্তরণের জন্য সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন।

মঙ্গলবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডা. খন্দকার মোঃ আলমগীরের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নূর বলেন, বর্তমানে দেশ সঙ্কটের মুখে পড়েছে।‌ এটা অস্বীকার করার উপায় নাই৷ চরম সঙ্কটে পড়েছে দেশ। এই সঙ্কট থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের মত আবারো সর্বস্তরের মানুষের একটা ঐক্যের প্রয়োজন।

তিনি বলেন, আমাদের রাজনীতির একটি রিফর্ম দরকার। সেই কারণে ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে কিছু একটা করার চেষ্টা করছি।

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চলনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ডা. আলমগীরের সহধর্মিণী আকতার জাহান আলমগীর, ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর