লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যন্ত এলাকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মাঝে এমটিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি “স্বপ্ন সারথি”র ব্যানারে সাইকেল বিতরণ করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। রোববার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ি করিম মিয়ার মিল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে হাতীবান্ধা শাহ্ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিছনদই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, বোর্ডের হাট উচ্চ বিদ্যালয়, বড়খাতা বালিকা বিদ্যালয়,গোতামারি বালিকা উচ্চ বিদ্যালয়, গড্ডিমারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও টংভাঙ্গা মহিলা মাদ্রাসাসহ ৭টি বিদ্যালয়ের গরীব ও মেধাবি ৪৯ জন ছাত্রীর মাঝে ৪৯টি বাইসাইকেল বিতরণ করা হয়।
হাতীবান্ধা শাহ্ গরীবুল্যাহর ষষ্ট শ্রেণির ছাত্রী অর্পিতা বলেন, বাইসাইকেল পেয়ে আমি খুবই আনন্দিত। এখন থেকে সঠিক সময়ে ক্লাশে উপস্থিত হতে পারব। আমি পড়াশুনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি।
হাতীবান্ধার বোর্ডের হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রাণী বলেন, গরীব ও অসহায় পরিবারের ছাত্রীদের স্কুলে যাতায়তের জন্য বাইসাইকেল প্রদান করায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাছে আমরা কৃতজ্ঞ।
উক্ত বিতরণী ও আলোচনা সভায় হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুলাল ট্রাস্ট ব্যাংকের এমটিবি কমিউনিকেশন ডিপার্টমেন্টের গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার মোহাম্মদ সামি আল হাফিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের লালমনিরহাট জেলা প্রোগ্রাম ম্যানেজার মাইদুল ইসলাম, শাহ্ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, নারী অধিকার আদায়ের অগ্রদূত ফরিদা ইয়াসমিন ফেন্সি, হাতীবান্ধা প্রেস ক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন প্রমুখ।