হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার। ২২ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৮৩৮- হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।
১৯৫০- ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।
১৯৭২- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।
১৯৯৬- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
২০০১- জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।
জন্ম
১৪১২- পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা জোন অব আর্ক।
১৭০৬- মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
১৮৫১- বাঙালি রাজনীতিবিদ,আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার।
১৯৩৬- একজন বাংলাদেশি লেখক, কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক বশীর আল-হেলাল। মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামের মীর পাড়ায় জন্মেছিলেন এই কবি। অসংখ্য গল্পগ্রন্থ, উপন্যাস, ইতিহাসগ্রন্থ লিখছেন তিনি। দীর্ঘ প্রায় ২৪ বছর তিনি বাংলা একাডেমিতে চাকুরী করেছেন। সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ড. এনামুল হকের অবদান সম্পর্কে তিনি লিখেছিলেন ‘বাংলা একাডেমীর ইতিহাস’ গ্রন্থে।
১৯৬৭- একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান।
মৃত্যু
১৮৫২- অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।
১৯১৮- একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টর।
১৯৭১- ভারতের প্রখ্যাত জাদুকর পি সি সরকার। আসল নাম প্রতুল চন্দ্র সরকার। তিনি অন্যতম একজন আন্তর্জাতিক জাদুকর ছিলেন, যিনি ১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তার জাদু দেখিয়েছেন। তার অন্যতম প্রদর্শনী ছিল ইন্দ্রজাল প্রদর্শনী। এই প্রদর্শনী তিনি প্রথমে মঞ্চে ও তারপর টেলিভিশনে দেখিয়েছিলেন। ১৯৬৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
১৯৮০- বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক দিলীপকুমার রায়।
২০০৪- বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী।