চলতি অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে এক হাজার ৪৬৬ ডলার। বিগত বছরের তুলনায় ১৫০ ডলার বেশি হবে এটা। এই অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশেরও বেশি হবে। তবে প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ শতাংশ বলা হচ্ছে মন্ত্রণালয়ের প্রাক্কলনে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাক্কলনে বলা হয়েছে, এই অর্থ বছরে প্রথমবারের মতো জিডিপি সাত শতাংশ হচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
মঙ্গলবার এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক চলছে।
এর আগের অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৩১৬ ডলার। ওই অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ।