তিন ভাইয়ের লড়াইয়ে জয়ের মালা পরলেন ছোট ভাই শহিদুল হক মানিক

হাওর বার্তা ডেস্কঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন তিন ভাই অংশ নিয়েছিলেন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় দুই ভাইকে হারিয়ে জয়ের মালা গলায় পরলেন ছোট ভাই শহিদুল হক মানিক। ৪৬৫৩ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শহিদুল হক মানিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল সরকার পেয়েছেন ৪৩৩৯ ভোট। এছাড়া শহিদুল হক মানিকের বড় ভাই সাবেক চেয়ারম্যান একরামুল হক পেয়েছেন ৭৯ ভোট, মোতালেব হোসেন পেয়েছেন ১২০৮ ভোট, নৌকা প্রতীকের আব্দুল মান্নান সরকার পেয়েছেন ২০৬৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল হালিম পেয়েছেন ১৪৭ ভোট।

শহিদুল হক ২০০৩ সাল থেকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে কালুপাড়া ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। তার বড় ভাই একরামুল হক ১৯৯১-৯৫ সালে চেয়ারম্যান ছিলেন। তবে দুই ভাইয়ের সঙ্গে মেজো ভাই মোতালেব হোসেনও এবারে প্রার্থী হয়েছিলেন। ওই তিন ভাই ছাড়াও এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে শহিদুল হক মানিকসহ সাতটিতে স্বতন্ত্র এবং তিনটিতে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর