,

banga-bhaban-samakal-61bf8757822b2

ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে ১৪ দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে ১৪ দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪টায় বঙ্গভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, দলের ভারপ্রাপ্ত সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করবে। সংলাপের বিষয়বস্তু ও প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

এদিকে এই সংলাপে অংশগ্রহণ না করার বিষয়ে আগেই চিঠি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাসদের জন্যও আজ সময় নির্ধারিত ছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর