বেসরকারি খাত উন্নয়নে ৩২০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) বাণিজিক ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এলক্ষে ৪ টি ব্যাংকের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে এ চুক্তি সাক্ষর হয়। চুক্তিতে সাক্ষর করেন এডিবির ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বাক এবং ৪ টি ব্যাংকের প্রতিনিধিরা । ব্যাংকগুলো হলো দি সিটি ব্যাংক, রূপালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক।
এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এডিবি আবাসিক কার্যালয়ে চারটি ব্যাংকের সঙ্গে এডিবির চুক্তি সই হয়েছে।
চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা চুক্তিতে সই করেন। এডিবির পক্ষে সংস্থাটির ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন ব্যাক চুক্তিতে সই করেন।
অন্যদিকে পুবালীর ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাউথ ইস্ট ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন এবং সিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ চুক্তিতে সই করেন।
স্টিভেন ব্যাক বলেন, এই চুক্তির আওতায় এডিবি এবং বাংলাদেশি ব্যাংকের পার্টনারশীপ গড়ে উঠবে। এই ঋণ প্রদানের ফলে রপ্তানির উন্নয়ন ঘটবে। এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্ততে ঋণ প্রদান করা হবে।
এ চুক্তির আওতায় প্রায় ৩২০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।