হাওর বার্তা ডেস্কঃ শ্রমিক ভিসায় দুবাই যাচ্ছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের মতো তারকারা কেন শ্রমিক ভিসায় যাচ্ছেন, এমন প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। তাদের এই যাত্রা বাস্তবে নয়, নাটকে। ভিন্ন ট্র্যাকের গল্পের নাটকটির নাম ‘ঢাকা টু দুবাই’।
গল্পে দেখা যাবে, মিজান ও জবা নব দম্পতি। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার শ্রমিক ভিসা পেয়ে যান একটি এজেন্সির মাধ্যমে। আর এই আনন্দে ভাসতে থাকেন তারা। এই আনন্দের হাওয়া লাগে তাদের পুরো গ্রামে। গ্রামবাসীও বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত।
নাটকটিতে মিজান ও জবা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। এর চিত্রনাট্যও তার।
নির্মাতা মহিম বলেন, গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপা অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।
‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।