হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক। বাবার নির্বাচনী প্রচারণার জন্য গান লিখেছেন। কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তার বাবা স্থানীয় রাজনীতিবিদ মো. সাদেকুর রহমান।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাদেকুর রহমান। বেশ জমে উঠেছে নির্বাচন।
গানে কণ্ঠ দিয়েছেন এবং মিউজিক করেছেন তারই বন্ধু শাহরিয়ার রাফাত। আগামী ১১ নভেম্বর গানটি সবার জন্য উন্মুক্ত হবে।
তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ভোট চেয়েছেন এলাকাবাসীর কাছে।
সাইমন এ প্রসঙ্গে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আব্বু এবার নৌকার মাঝি। কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সব সদস্যের প্রতি। সবার কাছে দোয়া চাই।’