ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অরুণ মিত্র ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ১৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০২ নভেম্বর ২০২১, মঙ্গলবার। ১৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৭২- মর্নিং পোস্ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৮০- জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৩০- হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।
১৯৪৯- ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫৭- সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-২ নামে ২য় বারের মত কৃএিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।

জন্ম
১৮৩৩- ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক মহেন্দ্রলাল সরকার।
১৮৭৭- অস্ট্রেলীয় ক্রিকেটার ভিক্টর ট্রাম্পার।
১৮৮৬- বাংলাভাষার প্রথম আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত।
১৯০৯- বাঙালি কবি ও সাহিত্যিক অরুণ মিত্র। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি। ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক। কবি অরুণ মিত্রের জন্ম যশোরে। তার মৃত্যু ২০০০ সালের ২২ আগস্ট।
১৯৩৫- বাঙালি সাহিত্যিক ও গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পর ঐ একই পত্রিকার পূজাবার্ষিকীতে ঘুণ পোকা নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। শবর দাশগুপ্ত তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র।
১৯৬৫- ভারতীয় অভিনেতা শাহরুখ খান।

মৃত্যু
১৯৫০- নোবেলজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ।
১৯৬৬- নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই।
১৯৭৪- বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অরুণ মিত্র ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম

আপডেট টাইম : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০২ নভেম্বর ২০২১, মঙ্গলবার। ১৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৭২- মর্নিং পোস্ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৮০- জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৩০- হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।
১৯৪৯- ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫৭- সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-২ নামে ২য় বারের মত কৃএিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।

জন্ম
১৮৩৩- ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক মহেন্দ্রলাল সরকার।
১৮৭৭- অস্ট্রেলীয় ক্রিকেটার ভিক্টর ট্রাম্পার।
১৮৮৬- বাংলাভাষার প্রথম আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত।
১৯০৯- বাঙালি কবি ও সাহিত্যিক অরুণ মিত্র। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি। ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক। কবি অরুণ মিত্রের জন্ম যশোরে। তার মৃত্যু ২০০০ সালের ২২ আগস্ট।
১৯৩৫- বাঙালি সাহিত্যিক ও গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পর ঐ একই পত্রিকার পূজাবার্ষিকীতে ঘুণ পোকা নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। শবর দাশগুপ্ত তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র।
১৯৬৫- ভারতীয় অভিনেতা শাহরুখ খান।

মৃত্যু
১৯৫০- নোবেলজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ।
১৯৬৬- নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই।
১৯৭৪- বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।