ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের পর যা বললেন কাদের সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
  • ৪৬৪ বার

শুক্রবার বাদ জুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এরপর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন সবচেয়ে বড় অপদার্থ। সরকারকে ধ্বংস করতেই নির্বাচন কমিশন (ইসি) এমন নির্বাচন করেছে। নির্বাচনের দিন শত শত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট পেপার, ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন ১২ জনের প্রাণহানী ঘটেছে। এরপরও প্রধান নির্বাচন কমিশনার বলেছে, নির্বাচন সুষ্ঠ হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন

ভালো হওয়া দরকার। স্থানীয় সরকার নির্বাচন ভালো হলে যোগ্য লোক নির্বাচিত হবেন। তারা খুশি মনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা চালাবে।

শুক্রবার বাদ জুমা স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, শিশুকে গলা টিপে হত্যা, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়া, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ঘটনায় সরকারের যেমন দায়-দায়িত্ব রয়েছে, তেমনি নির্বাচনে ১২ জনের প্রাণহানির ঘটনারও দায়-দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন দেশে আমরা হানাহানি করি। কিন্তু বঙ্গবন্ধু এটি চাননি। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আল্লাহ আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুকে বেহেশতবাসী করুন। এ দোয়া করেছি।

এর আগে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।

কাদের সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরেই বঙ্গবন্ধুর বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় ও বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ করার ইচ্ছা ছিল। আজ শুক্রবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের পর যা বললেন কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১১:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬

শুক্রবার বাদ জুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এরপর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন সবচেয়ে বড় অপদার্থ। সরকারকে ধ্বংস করতেই নির্বাচন কমিশন (ইসি) এমন নির্বাচন করেছে। নির্বাচনের দিন শত শত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট পেপার, ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন ১২ জনের প্রাণহানী ঘটেছে। এরপরও প্রধান নির্বাচন কমিশনার বলেছে, নির্বাচন সুষ্ঠ হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন

ভালো হওয়া দরকার। স্থানীয় সরকার নির্বাচন ভালো হলে যোগ্য লোক নির্বাচিত হবেন। তারা খুশি মনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা চালাবে।

শুক্রবার বাদ জুমা স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, শিশুকে গলা টিপে হত্যা, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়া, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ঘটনায় সরকারের যেমন দায়-দায়িত্ব রয়েছে, তেমনি নির্বাচনে ১২ জনের প্রাণহানির ঘটনারও দায়-দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন দেশে আমরা হানাহানি করি। কিন্তু বঙ্গবন্ধু এটি চাননি। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আল্লাহ আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুকে বেহেশতবাসী করুন। এ দোয়া করেছি।

এর আগে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।

কাদের সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরেই বঙ্গবন্ধুর বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় ও বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ করার ইচ্ছা ছিল। আজ শুক্রবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া।