ট্রেজারি কর্মকর্তাদের নজরে রাখার নির্দেশ গভর্নরের

ব্যাংকিং খাতের ঝুঁকি এড়াতে বেসরকারি ব্যাংকগুলোর সম্পদ ব্যবস্থাপনার (ট্রেজারি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিকে নজর রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকে বুধবার দুপুরে বেসরকারি ব্যাংকের মালিকদের সংগঠনের (বিএবি) নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

গভর্নরের সঙ্গে বৈঠকের পর বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের জানান, ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের দিকে নজর রাখার নির্দেশনা দিয়েছেন গভর্নর। তাদের নিয়োগ দেওয়ার সময় পাসপোর্টসহ অন্যান্য সব কিছু যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটিএম বুথের অর্থ পুরোপুরি নিরাপদ এ কথা বলা যাবে না। তবে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি। ইতোমধ্যে কতিপয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ কারণে সবাই সজাগ থাকবে। রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরি কোনো ঘটনা নয়। আমাদের আরও অনেক টাকা চলে যেতে পারত।’ এ টাকা দ্রুত উদ্ধার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর