হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি যে কয়টি নতুন গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে সেসবের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে শ্রীলংকার র্যাপার্স কুইন ইয়োহানি ডি সিলভার ‘মানিকে মাগে হিতে’ গানটি। সিংহলী ভাষার এই গানের জনপ্রিয়তা আকাশচুম্বী।
অর্থ না বুঝেই যে যার মতো গেয়েছেন এবং গাইছেন। গানটির বাংলা, হিন্দি, তামিলসহ প্রায় অনেক ভাষার সংস্করণও বেরিয়েছে অনেক।
আর এই এক গান দিয়ে জনপ্রিয়তার চূড়ার উঠেছেন ইয়োহানি। যে কারণে তার ডাক পড়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বসে’। প্রথমবারের মতো ভারতীয় টেলিভিশনের পর্দায় ধরা দেবেন ইয়োহানি।
বিগ বসের ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে বলি ভাইজান সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইয়োহানি। ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গাইবেন অনুষ্ঠানের সঞ্চালক সালমান।
তবে সিংহলী ভাষার এই গানের কথাগুলো উচ্চারণ করতে গিয়ে বেশ বিপাকেই পড়েন সালমান। আর সেখানেই ঘটে হাস্যকর ঘটনা।
গানটির লিরিক্স সালমান খান ঠিকভাবে পারছেন না দেখে ভেঙে ভেঙেই তাকে এই গান শেখাচ্ছিলেন ইয়োহানি।
প্রথম লাইনটা কোনোরকমে উতরে গেলেও বিপত্তি বাধে পরের লাইনে। ‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহাইয়ায়ি শিয়েয়ি’ উচ্চারণের সময় শেয়েয়ির জায়গা ‘শ্রীদেবী’ বলে বসেন সালমান।
যা শুনে মঞ্চের মাঝেই হেসে গড়িয়ে পড়েন ইয়োহানি। হাসিতে যোগ দেন সালমানও।
টেলিভিশনে প্রচারের আগেই পুরো ঘটনাটির একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছে কালারস টিভি চ্যানেল। তাদের ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওটি দেখে ভারতীয়রা মুখিয়ে আছেন পর্বটি দেখার।