বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল – পার্বত্যমন্ত্রী

 

হাওর বার্তা ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, মানবতার কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।   

মন্ত্রী আজ বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কল্যাণেই থানচিতে বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, আর এসকল উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করেছে। থানচিতে কোনো রোগী চিকিৎসা সেবা হতে যাতে বঞ্চিত না হয় তা নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান মন্ত্রী। 

 সিভিল সার্জন ডা: অংসুপুই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসছিম পারভীন তিবরীজি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরওয়ার, উপজেলা চেয়ারম্যান থোয়াই মারমা, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানি, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকতা সুদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর